1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি : মির্জা ফখরুল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল রাজধানীর একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে আহত ১ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় “নাম্বার ওয়ান” হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড দুমকি উপজেলায়, প্রজনন মৌসুমেও থামছে না মা ইলিশ শিকার: পায়রা-লোহালিয়ায় নদীতে ‘চোর-পুলিশ’ খেলা শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ধানের পর এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ

৪.৭৫ কিলোমিটার রাস্তা নিয়ে দু পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ  শুরু থেকেই ঠিকাদারকে বাধা 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮০ ০ বার পঠিত
বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুতালিয়া জয়পাশা পর্যন্ত পৌনে ৫ কিলোমিটার রাস্তা সংস্কার নিয়ে বাথাগ্রস্থ আছে ঠিকাদার। ঠিকাদারের অভিযোগ সাব ঠিকাদার মিরাজ মিনা নামের এক ব্যক্তি এজিংয়ের ইটের কাজ ও ডাব্লু বিএম খোয়া দিয়েছেন মিরাজ মিনা। ইট এবং খোয়া নিম্নমানের হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এদিকে রাস্তার পাশে মাটির কাজ ১৮ লক্ষ টাকার।
ওই মাটির কাজ ঠিকাদার অন্য কাউকে দিয়েছে। মাটির কাজ ও মিরাজ মিনা নেওয়ার চেষ্টা চালিয়েছিল। মাটির কাজ মিরাজ মিনাকে না দেয়ায় মিরাজ মিনা ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিক তায় গত শুক্রবার (৩ অক্টোবর) সকালে মুষ্টিময় কয়েকজনকে নিয়ে এলাকাবাসী দেখিয়ে বন্ডপাশা গ্রামের মধ্যে একটি মানববন্ধন করেন। ঠিকাদার আরো জানান, কাজের শুরু থেকেই মিরাজ মিনা বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মিরাজ মিনা সহ কয়েকজন বক্তা বলেন, রাস্তার কাজে চরম অনিয়ম দুর্নীতি হচ্ছে। অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
ঠিকাদার বাবলু বলেন, রাস্তার কাজে কোন ধরনের অনিয়ম হচ্ছে না। বর্তমানে রাস্তার কাজ চলমান। রাস্তার পাশে মাটি সবই দেওয়া হবে। আমার কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছে মিরাজ মিনা। সেটা না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মিরাজ মিনা রাস্তার এজিংয়ের কাজ ও ডাবলু বিএম এর খোয়ার কাজ নিয়েছিল। এজিং এর ইট খারাপ দেয়ায় ও ডাবলু বিএমের খোয়া খারাপ দেয় তার সাথে আমার সমস্যা সৃষ্টি হয়।
উপজেলা প্রকৌশলী  পূর্ণান্দে সাহা বলেন, রাস্তার কাজ শেষ হয়নি। রাস্তার কাজ বর্তমানে চলমান রয়েছে। এখানে অনিয়ম আর দুনীতির কি বুঝা যায়। রাস্তার কাজের শেষে কোন অনিয়ম-দুর্নীতি পেলে বিল দেয়া হবে না। রাস্তার পাশে মাটি তো দেবেই।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।