মোঃ আব্দুর রাজজাক রাজু
নওগাঁর ধামইরহাটে আলোচিত জন্মগত শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে আসামি ধর্ষক আঃ মজিদ (৩৫) কে অভিনব কায়দায় আটক করেছে থানা পুলিশ।
আটককৃত ধর্ষক হলেন, উপজেলার উমার ইউনিয়নের চকসুবিদ গ্রামের পিতা মৃত আইজুল হকের ছেলে মোঃ আঃ মজিদ (৩৫)।
থানা সুত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী মোসাঃ আয়েশা সিদ্দিকা (২১) উপজেলা চকসুবিদ গ্রামের আবু হোসেনের মেয়ে, তিনি জন্মগত শারীরিক প্রতিবন্ধী। তার দুই পা জন্মগতভাবে অচল। সে হাটা চলাফেরা করতে পারে না। এমতাবস্থায় গত ১১ জুন রাত আনুমানিক ৯টায় রাতের অন্ধকারে বসতবাড়িতে প্রবেশ করে মোসাঃ আয়েশা সিদ্দিকার রুমে গিয়ে আঃ মজিদ জোরপূর্বক ধর্ষণ করে এছাড়াও দূর্বলতার সুযোগ নিয়ে এর আগেও একাধিকবার শারীরিক সম্পর্ক করে। অবিবাহিত শারীরিক প্রতিবন্ধী মোসাঃ আয়েশা সিদ্দিকা ০৯ সপ্তাহের অন্তস্বত্ত্বা বলে জানা যায়।
এবিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা এসআই মোঃ গাউসুল আজম বলেন,” শারীরিক প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করে এই মর্মে থানায় একটি মামলা হয়। অফিসার ইনচার্জ ওসি মোঃ ইমাম জাফর ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ নাজমুল হুদা এর নির্দেশনায় ও এসআই মোঃ গাউসুল আজমের তৎপরতায় অভিনব কায়দায় ধর্ষণকারী আঃ মজিদকে আটক করতে সক্ষম হয়। এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে জেলহাজতে প্রেরণ করা হয়।