1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি : মির্জা ফখরুল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল রাজধানীর একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে আহত ১ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় “নাম্বার ওয়ান” হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড দুমকি উপজেলায়, প্রজনন মৌসুমেও থামছে না মা ইলিশ শিকার: পায়রা-লোহালিয়ায় নদীতে ‘চোর-পুলিশ’ খেলা শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ধানের পর এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ

ধামইরহাটে তীব্র আন্দোলনের পরও রঘুনাথপুর কামিল মাদরাসার অধ্যক্ষ বহাল তবিয়তে-জনমনে মিশ্র প্রতিক্রিয়া

মোঃ আব্দুর রাজ্জাক রাজু, ধামইরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ ০ বার পঠিত

 

মো আব্দুর রাজজাক রাজু

 

নওগাঁর ধামইরহাটে অনেক ঘটনা-অঘটনের পরও ধামইরহাট উপজেলার রঘুনাথপুর কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম এখনো বহাল তবিয়তে চাকরি করছেন। গত ২১ আগষ্ট অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম- দূর্নীতি শিক্ষকদের সঙ্গে বৈষম্য মূলক আচরন তুলে ধরে অধ্যক্ষের অপসারণ চেয়ে অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাদরাসার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। তাতে প্রশাসনিক কোনই ফল হয়নি বলে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভূক্ত-ভোগী সহ স্থানীয় জন সাধারণ, এ কারণে সামাজিক ও রাজনৈতিক মহলেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিতর্কিত এই অধ্যক্ষকে অপসারণ করে মাদ্রাসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী সুধীমহলের।

অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের কয়েকদিন পূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম মাদরাসা পরিচালনা কমিটি বিষয়ে স্থানীয় কতিপয় ব্যক্তি তাঁর উপর সন্ত্রাসী হামলার চেষ্টা ও গালিগালাজ ও হুমকি প্রদান করেন মর্মে গা বাচাতে লোক দেখানো সংবাদ সম্মেলন করে প্রতিবাদ ও বিচার দাবি করেন। স্থানীয়রা ঐদিন ও পরের দিন বিভিন্ন সংবাদ পত্রে সংবাদ সম্মেলনের প্রতিবাদ করেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দূর্ণীতিবাজ বলে আক্ষায়িত করেন। পরবর্তীতে মাদ্রাসার সম্মুখে পাকা রাস্তায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনকরে এলাকাবাসী ও অভিভাবকরা।

এতকিছুর পরও মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে কোনোই ব্যবস্থা না হওয়ায় হতাশা প্রকাশ করেন স্থানীয়রা।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে মাইনাস করে নিজে নিজেই কমিটি গঠন করতে গিয়ে বেকায়দায় পড়েছেন। এখানে আমাদের কোন দায় নেই। কামিল মাদ্রাসার সভাপতি এডিসি মহোদয়। এডিসি মহোদয়ের নির্দেশনা ও সহযোগিতা নিয়ে কমিটি গঠন করলে এমনটি হতো না’ তবে আইন সম্মত এবং জনদাবির পক্ষেই শিক্ষা অফিস অবস্থান নিবে।

নওগাঁ জেলা শিক্ষা ও আইসিটির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্তি জেলা প্রশাসক জান্নাত আরা তিথি বলেন,‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের বিরুদ্ধে বিস্তর অভিযোগে স্মারকলিপি পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ বহাল রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।