নিজস্ব প্রতিনিধি
ঢাকা উত্তর মাউতাইল যাত্রাবাড়ী থানা গ্রিন মডেল টাউনের প্রভাবশালী আমিন মোহাম্মদ গ্রুপ অসহায় পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল করতে নানা ধরনের হয়রানি মাধ্যমে দীর্ঘদিন যাবৎ চাপ সৃষ্টি করছে। এতে পরিবারটি কঠিন সংকটে পড়েছে, আর জমির মালিক সুজন মিয়া ( ৪৫) মানসিক ও শারীরিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভুগছেন।
এবং যথাযথ বর্তমানে তার জমি দখলে কারার চেষ্টা চালিয়ে যাচ্ছে জমির পরিমাণ ২১,২৭৫, সুজন মিয়া জমির মালিক নিয়মিত খাজনা প্রদান করছেন।
তবে উত্তর মাওতাইল এলাকার প্রভাবশালীরা ওই জমির প্রতি দখলের লোভ দেখিয়ে নানা ভাবে বাধা প্রদান করছে। দীর্ঘদিন ধরে এবং তারা আমার জমির ব্রাউন্ডারি রাতের অন্ধকারে ভেঙে দেয় তাতে আমার ৩.৮০০০ ০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয় জমি দখলকল্পে তারা অব্যাহত চেষ্টা চালাচ্ছে। অভিযোগ অনুযায়ী, তারা জমির বাউন্ডারি ভেঙে নামীয় সাইনবোর্ড মুছে ফেলছে এবং পরিবারের সদস্যদের ওপর হুমকি-ধমকিসহ নানা ধরনের প্রতিহিংসামূলক কাজ করছে।
অসহায় সুজন মিয়া জানান, ভূমিদস্যুদের অত্যাচারে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন বাড়িতেই শান্তিতে থাকতে পারছেন না।
স্থানীয়রা আশা করছেন প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেবে, যাতে একটি অসহায় পরিবার তার সম্পত্তি রক্ষা করতে পারে এবং নিঃশর্ত শান্তি ফিরে পায়।