সত্য প্রকাশ ডেস্ক
মোবাইল রিচার্জে প্রতারণা। মোবাইল ম্যাসেজ এর মাধ্যমে প্রতারণা করছে অজ্ঞাত এক ব্যক্তি যাহার নাম্বার ০১৫৭৬৯০৮৬১৭ হাতিয়ে নিয়েছে হাজার হাজার টাকা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর এর দিকে।
টাঙ্গাইল বাজার রিসেল গ্রুপের নামে প্রতারণা করেছে বলে অভিযোগ উঠেছে। টাঙ্গাইল বাজার রিসেল গ্রুপ এর এডমিন এন এইচ কাশেম প্রতিনিধিকে জানান, রবিবার দুপুরের পর এই ০১৫৭৬৯০৮৬১৭ নাম্বার থেকে আমার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে। টাঙ্গাইল বাজার বাংলাদেশের সবথেকে বড় সেল বাজার এবং সুনামধন্য প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য অজ্ঞাত এই ব্যক্তি মানুষের কাছে গ্রুপে এড করার কথা বলে ১০০০ করে টাকা নিচ্ছে।
এন এইচ কাশেম আরো জানান, আমি তৎক্ষণিক আমার গ্রুপে নাম্বার সহ এসএমএস করি এবং সকলকে সাবধান করে দিয়, যেনো কেউ প্রতারণার শিকার না হয়।