1. admin@dainiksattoprokash.com : admin :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, পিস্তলসহ ডাকাত গ্রেপ্তার অসুরের মুখে দাড়ি, কারও ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বৃষ্টিপাতের ফলে অনেক সবজি খেত ডুবে গেছে, যার ফলে সবজির বাজারে আগুনের আঁচ পুরুষরা ৮ ঘণ্টা ধরে কাজ করে যাচ্ছে, আমি মেয়ে বলেই দ্বিচারিতা: দীপিকা ১৩ বীরের অভিযানে শ্রীপুর থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ‘গেদুরাজ’ আটক বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঝালকাঠি-১ রাজাপুর কাঠালিয়া নির্বাচনী এলাকায় গণমানুষের নেতা সেলিম রেজার পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ করেন  মুক্তাগাছায় ফার্মেসিগুলোতে ঔষধের মূল্যে চরম অনিয়ম ও কারসাজি – ভোক্তাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে  সাতক্ষীরায় অ্যান্টিকস ফার্নিচার এর শুভ উদ্বোধন সাভারে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নেতৃত্বে পরীক্ষিত সৈনিক আব্দুল আজিজ সর্বদা সামনের কাতারে ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি : মির্জা ফখরুল

এনসিপি কোন জোটে যাচ্ছে না, নাহিদ ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ ০ বার পঠিত

সত্য প্রকাশ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনে নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় এনসিপি, এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছে না দলটি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “জামায়াত ইসলামীর নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন চলছে, সেই আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নাই। আমরা অংশ নিচ্ছি না। নিম্নকক্ষে আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব চাই না। তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতি চাই। ফলে আপাতত কোনো বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটভিত্তিক চিন্তা নেই।”

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদের বিকল্প নেই। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চাওয়ায় সেই যৌথ নির্বাচনের প্রস্তুতির জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি দিয়ে আবারও মাঠে নামবে এনসিপি।

নিবন্ধন ও প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। শাপলা প্রতীক না দেয়ার পক্ষে কোনো যুক্তি নির্বাচন কমিশন দেখাতে পারেনি। আমরা আশা করছি শাপলা প্রতীক পাব।”

আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলাবাহিনীর সক্ষমতার অভাবেই আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করছে। তাদের সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে সরকারের ভেতর থেকেই। একইসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।