মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে ভিক্ষুক পর্নবাসন কর্মসূচি,নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণের চেক,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠাগারে বই এবং আয়রন রিমুভাল ইউনিট(ফিল্টার) বিতরণ কার্যকম অনুষ্টিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো:আমিরুল কায়ছার। দুপুরের অনুষ্ঠানের পূর্বে সকালে তিতাস থানা পুলিশদের সাথে মতবিনিময় ও গাজীপুর খান মডেল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।
সেখানে প্রোগ্রামিং ক্লাব উদ্বোধন ও দশম শ্রেণীর অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তব্যে শিক্ষার মানউন্নয়ন এবং অভিভাবকদের সচেতনতা থাকার গুরুত্বারোপ করেন।এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন,সহকারী কমিশনার(ভূমি) তানিয়া আক্তার লুবনা প্রমূখ।