
মো:হানিফ মিয়া
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের ৮ শতাধিক মানুষের চলাচলের রাস্তায় পানি জমে থাকায় দীর্ঘদিন ধরে পানিবন্দি হয়ে আছে এলাকাবাসী।দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
গতকাল ২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের জনদুর্ভোগের এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।এতে প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক শাহজাহান সওদাগর। তিনি বলেন-এই রাস্তায় দীর্ঘদিন ধরে পানি জমে আছে। এতে গ্রামের ছাত্র-ছাত্রীসহ ৮ শতাধিক মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।তাই জনদুর্ভোগের শিকার মানুষ গুলোর কথা চিন্তা করে দ্রুত এই রাস্তাটি সংস্কার করার জন্য মাননীয় জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি।
তাঁরা যেনো দ্রুত এই রাস্তাটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয় ভুক্তভোগী মীর মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয়দের মধ্যে আরও বক্তব্য রাখেন-বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, বলরামপুর ইউনিয়নের ১নং দক্ষিণ আকালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান,মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা
মোহাম্মদ জসিমউদদীন, রহিজ উদ্দিন মেম্বার,আবদুল মতিন, জয়নাল আবেদীন, রবিউল ইসলাম, ফারুক হোসেন, আবুল কাসেম, হক মিয়া, মোহাম্মদ হান্নান মিয়া,ফজলুল হক,আবদুস ছাত্তার,নুরুল ইসলাম, মোতালেব,
মঙ্গল মিয়া, মোতালেব মিয়া,জয়নাল আবেদীন, গনি মিয়া,শাহজালাল, মোহাম্মদ বাবুল,মো.মহসিন, মোহাম্মদ ছাদেক মিয়া,আলেক হোসেনসহ গ্রামের বিভিন্ন পর্যায়ের মানুষজন।