1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

রাউজানে আশরাফিয়া আবুশাহ মিয়া জব্বারিয়া মঈনীয়া এতিমখানা ও হেফজখানা উদ্বোধন

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ ০ বার পঠিত

 

 

মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান

 

 

মনোরম ও নিরিবিলি পরিবেশে উপজেলার কদলপুর ইউনিয়নস্থ সুলতানুল আউলিয়া হযরত সৈয়দ খাজা আশরাফিয়া, আবুশাহ মিয়া, জব্বারিয়া, মঈনীয়া এতিমখানা ও হেফজখানার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি বিগত ১৯৮৫ সালে স্থাপিত হয়েছিল এবং পরবর্তীতে বেশ কয়েক বছর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকার পর বর্তমান যুগের সাথে e মিলিয়ে আরো আধুনিক ও উন্নত ভাবে নবরুপে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২৯ আগস্ট শুক্রবার বাদে জুমা প্রধান অতিথি থেকে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক সুফী হাবিবুল আউয়াল মনসুর।

আওলাদে পাক পীরজাদা মৌলানা অলি উদ্দীন শাহ আশরাফির সার্বিক তত্ববধানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে। যেখানে অভিজ্ঞ হাফেজে কোরআন দ্বারা পাঠদান, গরীব ও অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য ভর্তি থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রী, সর্বোচ্চ নিরাপত্তা প্রদান সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। উদ্বোধন উপলক্ষে সকাল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া সহ বিভিন্ন খতমাদি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী দ্বারা পরিবেশনা করা হয়। এতে অতিথি ছিলেন সুফী অহিদুল আলম, শুক্কুর ফকির, মানবাধিকার সংগঠক মনজুরুল আলম, আব্দুল হাকিম, শাহাজাদা আবু তালেব শাহ, আশরাফ শাহ জামে মসজিদের খতিব মাওলানা কুতুব উদ্দীন শাহ,

 

শাহাজাদা খোকন শাহ, শাহাজাদা হাসান শাহ, শাহাজাদা মৌলানা নেজাম উদ্দীন শাহ, শাহাজাদা শফি শাহ, শাহাজাদা নাহিদ শাহ, শাহাজাদা রোকন উদ্দীন শাহ, শাহাজাদা বাহাউদ্দিন শাহ, ফোরকান উদ্দিন শাহ সহ আরো অনেকেই। পরিশেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা এবং উপস্থিত সকলের জন্য দোয়া চেয়ে আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবারের প্রবীণ আওলাদ শাহাজাদা মৌলানা জামাল উদ্দীন শাহ। আখেরি মোনাজাতের পর আগত সকল মেহমানদের মাঝে তবারুক পরিবেশন করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।