সত্য প্রকাশ ডেস্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ‘সাভারের পাঁচ ভাইয়ের সন্ত্রাসী চক্র’ শিরোনামে প্রচারিত তথ্যকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অভিযুক্ত মোশারফ হোসেন মুসা ও তার ভাইয়েরা।
শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তারা বলেন, “আমাদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে বিতর্কিত করার জন্য একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, মুসা ও তার ভাইয়েরা একসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছেন। তবে এ বিষয়ে মোশারফ হোসেন মুসা বলেন,
“রাজনীতিতে আমরা সরাসরি জড়িত নই। বড় পরিবার হওয়ার কারণে আমাদের সঙ্গে বহু মানুষের যোগাযোগ রয়েছে। সেটাকে ভুলভাবে উপস্থাপন করে আমাদের ‘মাফিয়া’ বানানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সাভারে সামাজিক ও উন্নয়নমূলক কাজে জড়িত। আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। আমরা চাই প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখুক এবং যারা অপপ্রচারে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।
অন্যদিকে, সাভারের কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের খবর ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করেন, এটি মূলত স্থানীয় নির্বাচনী রাজনীতির অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে।