1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

নাটোরে কীটনাশক খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ ০ বার পঠিত

 

নাটোর প্রতিনিধি

 

 

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে আন্নি খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বামীসহ শ্বশুরবাড়ির পাঁচজন এবং অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই বোরহানুল ইসলাম শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাগাতিপাড়া মডেল থানায় এজাহার দাখিল করেন।

এজাহারে বলা হয়, প্রায় দুই বছর আগে উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে পরশ মন্ডলের (২৩) সঙ্গে আন্নি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত ৯ সেপ্টেম্বর ভোরে পরিকল্পিতভাবে আন্নিকে শয়নকক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়। এরপর স্বামীর নির্দেশে ননদ পলি খাতুনসহ পরিবারের সদস্যরা তাকে জোরপূর্বক কীটনাশক পান করান।

অসুস্থ অবস্থায় আন্নিকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ৩:১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতের ভাই বোরহানুল ইসলাম দাবি করেন, মৃত্যুর আগে আন্নি ঘটনার বিবরণ মুখে জানিয়েছেন, যা তিনি মোবাইলে রেকর্ড করেছেন। তবে আন্নির মৃত্যুর পর থেকে শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী জানান, এজাহার গ্রহণ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আন্নির লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।