1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

মোটরসাইকেলে বিশেষ কায়দায় গাঁজা বহন, মাদক কারবারি আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ ০ বার পঠিত

 

সত্য প্রকাশ ডেস্ক

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ভেতর বিশেষ কায়দায় ৫.১ কেজি গাঁজা বহনের সময় করুনা রায় (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মায়ামনি মোড়ের সামনে থেকে মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করা হয়। এ সময়, মাদক পাওয়া গেলে মোটরসাইকেলসহ করুনা রায়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত করুনা রায়ের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের করুসা ফেরুসা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত চন্দ্রকান্ত রায়ের ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেলের সিট কাভারের নিচে ও ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় রাখা অবস্থায় মাদক উদ্ধার করা হয়। অভিযানে মোটরসাইকেল আরোহী করুনা রায়কে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার সঙ্গে থাকা মাদকদ্রব্যের উৎস ও গন্তব্য সম্পর্কে পুলিশকে তথ্য প্রদান করছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।