1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

হোমনায় নবীজি কে নিয়ে কটুক্তি করায় গ্রেফতার,একদিন পর মাজার ও বসতবাড়িতে অগ্নিসংযোগ 

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ ০ বার পঠিত
মো:হানিফ মিয়া
কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নবীজি কে নিয়ে কটুক্তির অভিযোগে এক ব্যক্তিকে আটকের পর আদালতে প্রেরণ করেন পুলিশ। এঘটনায় নবীজি কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও আটককৃত ব্যক্তির কঠিন শাস্তির দাবিতে মানবন্ধনের পর স্থানীয় এলাকাবাসী আটককৃত ব্যক্তির দাদা কফিল উদ্দিনের নামে স্থাপিত মাজার ও তার বসত বাড়িতে অগ্নিসংযোগ করে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার আসাদপুর গ্রামে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম মোতায়েন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ও থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
খোঁজ নিয়ে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “বেমজা মহসিন নামের” একটি আইডি থেকে নবীকে নিয়ে কটুক্তি করে মন্তব্য করে বিষয়টি স্থানীয় এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে প্রতিবাদ শুরু হয় উপজেলা জুড়ে এবং আইডিটির ব্যবহারকারী ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানানো হয়।
পরে অভিযোগের পেক্ষিতে আইডিটির ব্যবহারকারী হিসেবে মহসিনকে অভিযুক্ত করা হলে হোমনা থানা পুলিশ (১৭সেপ্টেম্বর) বুধবার তাকে আটক করে আদালতে প্রেরণ করেন। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী আটককৃত ব্যক্তির কঠিন শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন শেষে উত্তেজিত হয়ে আসাদপুর গ্রামে তার দাদা কফিল উদ্দিনের নামে স্থাপিত মাজার ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।