মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র্যাক ব্যাংক কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ মশাবাহিত রোগ ডেঙ্গু,চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা ও মশার উৎপত্তিস্থল দূরীকরণের উদ্দেশ্যে ২৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে এগারোটায় কার্যকম অনুষ্টিত হয়।
ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৫ ব্র্যাক ব্যাংক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিতাসের স্বেচ্ছাসেবী সংগঠন তিতাস ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধ অভিযানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অংশগ্রহণ করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সরফরাজ হোসেন খান,মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবুল বাশার,মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোস্তফা জামান, উপজেলা ম্যানেজার পলাশ চন্দ্র সরকার,ব্রাক স্বাস্থ্য কর্মসূচি মোহাম্মদ এসএম ইব্রাহিম,অফিসার, ব্র্যাক জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য কর্মসূচি।
উক্ত কর্মসূচিতে তিতাস উপজেলার পরিচিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণ করেন,ফ্রেন্ডস ক্লাবের সভাপতি
মোহাম্মদ সবুজ মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল, উপজেলা কমিটির সভাপতি মেহরাব হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সিকদার,ক্রিয়া সম্পাদক মোহাম্মদ মাহবুব হাসান নীরব, মোহাম্মদ আমিনুল ইসলাম,মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ সুমন খান ও মোতালেব প্রমূখ।