মোঃ রোমান হোসেন
সাভারের আশুলিয়া ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মাদারটেক স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঘুঘুদিয়া একাদশকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইসলামনগর একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা ১৯ সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুস সোবহান ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম সহ আরো অনেকেই পাথালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবসমাজ এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। খেলাটি দেখার জন্য মাঠে প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন।