মেহেদী হাসান অন্তর
নওগাঁর আলু হাঁটি থেকে সুটিকালিতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার পাকা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পিচ, ইট-বালু উঠে গিয়ে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। দুর্ঘটনার শঙ্কা থাকলেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।
অবশেষে নিজ উদ্যোগে রাস্তাটি মেরামতের কাজ হাতে নিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুল ইসলাম ধলু। শনিবার সকাল থেকে তিনি একটি ভেকু মেশিন ও ১৫ ট্রাক ইট এনে গর্ত ভরাটের কাজ শুরু করেন। আলু হাঁটি থেকে সুটিকালিতলা পর্যন্ত ছোট-বড় গর্তগুলো ইট দিয়ে পূরণ করতে দেখা যায় তাকে।
এলাকাবাসী জানায়, ধলুর এই উদ্যোগে তারা খুশি হয়েছেন। এ বিষয়ে জাহিদুল ইসলাম ধলু বলেন,
“এলাকার মানুষের একমাত্র ভরসার রাস্তা এটি। বাজার, স্কুল, কলেজসহ দৈনন্দিন কাজে সবাই এই সড়ক ব্যবহার করে। গর্তগুলোর কারণে রিকশা, ভ্যান, অটোরিকশা চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছিল। আগামীকাল থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এই রাস্তা দিয়েই শহরের অন্তত ১০টি পূজামণ্ডপে হাজারো মানুষ যাতায়াত করবে। তাদের কষ্ট লাঘবে আমার ক্ষুদ্র চেষ্টা।”
পথচারী পরিতোষ জানান,
“১৫ বছর ধরে এই ভাঙা রাস্তা দিয়ে চলতে হচ্ছে। আমরা প্রথম শ্রেণির পৌরসভার নাগরিক হয়েও ভালো রাস্তার দেখা পাইনি। সময়মতো পৌরকর দিই, অথচ রাস্তার অবস্থা করুণ। ধলু ভাইয়ের এই উদ্যোগে অন্তত সাময়িক স্বস্তি পাব।”
মেরামতস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা ওয়াসিম কুমার বলেন,
“এই শুভ উদ্যোগ শুধু মানুষের কষ্ট কমাচ্ছে না, অন্যদেরও জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে।