মেহেদী হাসান অন্তর
নওগাঁয় বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ হাসান তুহিনের ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
জানা গেছে, নওগাঁ শহর ও বিভিন্ন ইউনিয়নে স্থাপিত বিলবোর্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবির সঙ্গে মাসুদ হাসান তুহিনের ছবিযুক্ত ব্যানার লাগানো ছিল। অভিযোগ অনুযায়ী, রাতের আঁধারে দুর্বৃত্তরা বিলবোর্ডে উঠে এসব ব্যানার ছিঁড়ে ফেলে।
এ ঘটনায় তার অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যানার ছেঁড়ার ছবি ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনুসারীদের অভিযোগ, মাসুদ হাসান তুহিন সকলের কাছে একজন গ্রহণযোগ্য নেতা। তাদের ধারণা, এই ঘটনায় নিজ দলীয় প্রতিপক্ষ জড়িত থাকতে পারে। তারা একে অনৈতিক ও নোংরা রাজনীতির অংশ বলে দাবি করেছেন।
এ বিষয়ে জেলা পুলিশের কাছে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।