1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসবের সাজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ ০ বার পঠিত

সত্য প্রকাশ ডেস্ক

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়ে গেছে। মাকে দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন ভক্তরা। দীর্ঘ এক বছর পর আবার মায়ের সঙ্গে দেখা। তাই মণ্ডপ সাজানো থেকে শুরু করে সব কিছুতেই যেন আনন্দের ছোঁয়া। মত্তে যত খারাপ কিছু আছে তার বিনাশ করতেই প্রতি বছর মা আসেন তার সন্তানদের মাঝে, এমনটাই ধারণা সনাতন ধর্মাবলম্বীদের। তাই মাকে ঘিরে এ কয়েকটা দিন ভক্তদের আনন্দের ঠিকানা থাকে না।

শুধু মাকে সাজানোই নয়। যেহেতু পূজা তাই নিজেদের সাজাতেও থাকে পূর্ব প্রস্তুতি। বিশেষ দিনগুলোকে কেন্দ্র করে বিশেষ রঙের পোশাক আগে থেকেই বাছাই করে রাখা হয়েছে। এর মাঝে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাঞ্জাবিসহ আরও অনেক কারুকাজ আর ট্রেন্ডি ফ্যাশনের পোশাক। অন্যদিকে প্রকৃতির মাঝেও নতুন ঋতুর পালাবদলে এই রোদ এই বৃষ্টির খেলা চলছে প্রতিদিন। তাই পোশাকের দিকেও সে বিষয়টি লক্ষ্যে রেখেছেন অনেকেই।

যেহেতু বাইরে বাইরে ঘোরাঘুরি, মণ্ডপ ঘুরে ঘুরে দেখার বিষয় আছে, সেক্ষেত্রে সব জায়গায়ই ভিড় সামলে ওঠা ঝামেলার। এর মাঝে ভারী মেকাপ, ভারী গহনা আর সঙ্গে জমকালো পোশাক আপনাকে বিরক্ত করে তুলবে। পোশাক আগে থেকেই যেহেতু উৎসবের দিনক্ষণ দেখে তুলে রাখা হয়েছে সযত্নে, তাই তার সঙ্গে হালকা মেকাপ রাখাটাই ভালো। সবচেয়ে ভালো নো মেকাপ লুক ক্যারি করতে পারলে। হালকা মেকাপ ট্রেন্ডই বর্তমানে সবচেয়ে বেশি চোখে পড়ছে। এর পাশাপাশি যদি বলি গয়নার কথা তাহলে ভারী স্টোনের কিংবা আর্টিফিশিয়াল জুয়েলারি যতটা কম রাখা যায় আপনার সাজের ডালায়। এতে করে অনেকখানি স্বস্তি পাবেন আপনি।

পোশাকের ক্ষেত্রে সামনে যেহেতু নবমী আর দশমী, কাজেই শাড়ি থাকা চাই-ই চাই এ দিনগুলোতে। সিঁদুর খেলায় মেতে ওঠেন এ দিনগুলোতে সনাতন ধর্মাবলম্বী নারীরা। সাদা শাড়ি লাল পাড়ে লাল টুকটুকে রাঙা সিঁথির সিঁদুরে স্বামীর মঙ্গল কামনা করেন একে অন্যের। মূলত বিজয়াদশমীতে সিঁদুর খেলার এ প্রাচীন ঐতিহ্যে চোখে পড়ে। এ ছাড়া নবমীতেও শাড়ির মাঝে নারীর সৌন্দর্য ফুটে ওঠে।

কখনো ময়ূরকণ্ঠী আবার কখনো লালচে রঙের আভা সঙ্গে অন্য কোনো রঙের আলিঙ্গনের শাড়িতে নারী তার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে। আর যেহেতু শাড়ি, কাজেই সঙ্গে চোখভর্তি কাজল আর হাতে চুড়ি, রাঙা ঠোঁটে মায়ের রূপ যেন মত্তে ফুটে ওঠে। পরিবারের সবার ম্যাচিং পোশাক পরার বিষয়টিও লক্ষ করা যায়। মা-বাবার সঙ্গে মিলিয়ে ছোট সোনামণিরাও শাড়ি কিংবা ধুতি পাঞ্জাবিতে পূজার আনন্দে মেতে ওঠে দুর্গাপূজাকে কেন্দ্র করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।