তারিকুল আলম
ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর আয়োজনে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শতাব্দীর প্রাচীনতম কালীবাড়ি গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে সংগঠনের সভাপতি বাবু জীবন বিশ্বাস এর সভাপতিত্বে ও ডা: কার্তিক চন্দ্র বর্মন এর সঞ্চালনায় ৫০জন অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সাধন কুমার দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, কালীবাড়ির গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সদস্য আশীষ কুমার ঘোষ (সংকর মাষ্টার),দয়াল পোদ্দার, বাবু প্রসাদ শীল,রাম কৃষ্ণ গোষাম্মী মিলন বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ করা হয়।
এসময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। এ ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।