মেহেদী হাসান অন্তর
“ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার ৩৫টি মন্দিরে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় নওগাঁ শহরের সুপারি পট্রি মন্দিরে এ আয়োজনের উদ্বোধন করেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদ হাসান তুহিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাসুদ হাসান তুহিন। তিনি বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমাদের রাজনীতি বিভেদের নয়, ঐক্যের। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। খালেদা জিয়া ও তারেক রহমান সব সময় জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছেন, আজকের এই আয়োজন তারই প্রমাণ।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে সব ধর্মের মানুষকে এক হয়ে আওয়াজ তুলতে হবে। বিএনপি সব সময় দেশের মানুষের অধিকার ও সম্প্রীতির পক্ষে কাজ করছে।”
উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠান শেষে অতিথি ও স্থানীয়দের অংশগ্রহণে উৎসবের আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।