নিজস্ব প্রতিবেদক
বিগত হাসিনা সরকারের পতনের লক্ষ্যে ১৭ বছর এবং সর্বশেষ ২৪ এর গণঅভ্যুত্থানে জেল জুলুম নির্যাতন অপেক্ষা করে এবং জীবনের মায়া ত্যাগ করে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিলেন। ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাইদুর রহমান। জনাব সাইদুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ উপজেলা আঠারবাড়ী ইউনিয়নের মৃগালি গ্রামে। জনাব সাইদুর রহমানের বাড়ির ১০০-১৫০ মিটার পিছনে মৃগালি সিরাক প্রাথমিক সরকারি বিদ্যালয়।
ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার কয়েক হাজার পরিবারের চলাচলের স্বার্থে প্রায় ছয় মাস আগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ আহাম্মেদের বরাবর ৩০০ মিটার রাস্তা পাকা করনের জন্য একটি আবেদন করেন। সেই আবেদনে ময়মনসিংহ জেলা প্রশাসক জোর সুপারিশ করেন। এরশাদ আহাম্মেদ রাস্তাটি মঞ্জুর করেন। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ২০৭ মিটার রাস্তা কেটে দিয়ে, মাত্র ৯৩ মিটার রাস্তা মঞ্জুর করেন। তাও শুধু কোদাল দিয়ে শাসান দিয়ে রাস্তার উপরের সবুজ গাছগুলি সরিয়ে কোনরকম ইটগুলি বিছিয়ে রেখে চলে যায়।
আগামী কয়েক মাসের মধ্যে এই ইটগুলি যেভাবে বর্তমানে সরে যাচ্ছে রাস্তাটি মানুষ চলাচলের অনুপযোগী হয়ে যাবে। সারা উপজেলা জুরেই রাস্তা সংস্কার ও বিভিন্ন প্রকল্পে নামে লুটেপুটে খাচ্ছে এই সিন্ডিকেট। ইতিমধ্যেই ঈশ্বরগঞ্জের জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান আওয়ামী লীগের ধূসর ও দুর্নীতির মাষ্টার-মাইন্ড এবং একটি মাফিয়া চক্র এবং ফ্যাসিশক্তিকে নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করে, উপজেলার সকল সেক্টরে একটি লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এই অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ উপজেলা পরিষদের সেবা থেকে বঞ্চিত হবে।
জনাব সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন এলাকার জনগণ ও স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বার্থে মাত্র ৩০০ মিটার রাস্তা পাকা করনের জন্য আবেদন করি। এ বিষয়ে জেলা প্রশাসক জোর সুপারিশ করার পরেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান মাত্র ৯৩ মিটার রাস্তা মঞ্জুর করে। তাও পাকাকরন নয়, শুধু ইট বিছিয়ে চলে যায়, বিষয়টি জনাব জেলা প্রশাসককে আমি অবগত করিয়েছি, আমি যদি সুবিচার না পাই তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের কাছে যাব। কারণ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় আন্দোলনের আমি প্রথম সারির স্টেক হোল্ডার। ঈশ্বরগঞ্জের জনগণ এবং স্কুলের ছাত্র-ছাত্রীর স্বার্থে আমি সর্বশক্তি নিয়োগ করবো।