1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

ঝালকাঠিতে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের পূজামন্ডপ পরিদর্শন

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯০ ০ বার পঠিত

 

ফাতিমা আক্তার মিম

 

 

শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে গত (০১ অক্টোবর) বুধবার পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তার বিষয়ে পর্যবেক্ষণের জন্য ঝালকাঠি জেলাধীন ঝালকাঠি ‍সদর ও নলছিটি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ পরিদর্শন করেন প্রধান অতিথি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয়।
পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজিমুল হক, অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বরিশাল রেঞ্জ, বরিশাল মহোদয় ও ঝালকাঠি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় মহোদয়।

পূজা মন্ডপ পরিদর্শন কালে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন পূজা উদযাপন কর্তৃপক্ষ। রেঞ্জ ডিআইজি মহোদয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবে শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় আচার পালনের নিশ্চয়তা প্রদান করেন। ডিআইজি মহোদয় আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবকে ধারণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবো।

এ সময় রেঞ্জ পুনাক উপদেষ্টা জনাব আফিয়া দিল, ঝালকাঠি পুনাক সভানেত্রী জনাব টুম্পা সরকার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।