1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

রংপুরে আনসার বাহিনীর বিশেষ নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

মোঃ ফারজুল ইসলাম, রংপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯৪ ০ বার পঠিত
মোঃ ফারজুল ইসলাম
রংপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দিন-রাত তৎপর ভূমিকা পালন করছে।
পূজির শেষ মুহূর্তেও রংপুর সদর উপজেলা প্রশিক্ষক মনিরুজ্জামান মনির পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর দক্ষ তদারকি ও প্রচেষ্টার ফলে পূজা মণ্ডপে আগত পূণ্যার্থী ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারছেন।
স্থানীয়রা জানান, পূজার সময়ে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। পূজার আয়োজনও অনেকটা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হচ্ছে।
রংপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত বলেন, “ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। পূজা মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই।”
প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার রাখার আশ্বাস দেওয়া হয়েছে। ফলে রংপুর জেলায় সার্বিকভাবে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।