নিজস্ব প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্দেশনা মোতাবেক শহীদ সাংবাদিক আবু তুরাবের কবর জিয়ারত করেছেন সংস্থার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি জনাবা আছিয়া আক্তার এবং মহাসচিব জনাব আলমগীর গনি মহোদয়ের নির্দেশনা অনুসারে শুক্রবার ৩ অক্টোবর-২০২৫ বিকেলে এ কবর জিয়ারত অনুষ্ঠিত হয়।
জিয়ারতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব আজিজুর রহমান জয়নাল, সংস্থার সিলেট জেলা সভাপতি এম এ রশীদ, বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুশফাকুর রহমান, প্রচার সম্পাদক সুয়েব আহমদ, অর্থ সম্পাদক সালেহ আহমদ এবং শহীদ সাংবাদিক আবু তুরাবের ভাই আবুল আহসান মো. আযরফ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ সাংবাদিক আবু তুরাবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা বলেন, আবু তুরাব ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষের সাহসী কণ্ঠস্বর। তাঁর জীবন সংগ্রাম ও ত্যাগ আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল করিম, সাংবাদিক শরীফ আহমদ, সাংবাদিক রিপন আহমদ, সাংবাদিক শাহীন আহমদ, বিশিষ্ট ব্যক্তি হারুনুর রশীদ ও সুমন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংস্থার নেতৃবৃন্দ আরও বলেন, শহীদ সাংবাদিক আবু তুরাবের মতো সাহসী সাংবাদিকদের আত্মত্যাগ বৃথা যাবে না। জাতীয় সাংবাদিক সংস্থা তাঁর আদর্শ ও পথ অনুসরণ করে গণমানুষের অধিকার আদায়ে কাজ চালিয়ে যাবে।
জিয়ারত শেষে উপস্থিত সবাই আবু তুরাবের স্মৃতিচারণ করেন এবং সাংবাদিক সমাজে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।