সত্য প্রকাশ ডেস্ক
ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালানোর সময় ডাকাত চক্রের সদস্য মির্জা রুবেল ওরফে সুমনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটককৃত ওই ডাকাতের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে এক পিস বিজ্ঞপ্তিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার সদরপুর রোডে ন্যাচারাল নার্সারির সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করে পুলিশ।
রুবেল টাঙ্গাইল জেলার সদর থানার নামদার কুমুল্লি (খান পাড়া) মহল্লার মির্জা বিষু ওরফে আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকায় টহল পুলিশ একদল ডাকাতদের রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিতে দেখে। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি দেখে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশ ধাওয়া করলে ডাকাত দলের সদস্য রুবেলকে গ্রেপ্তার করে। তবে দলের বাকি সদস্যরা পালিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। এরপর পালানোর সময় রুবেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।