1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ সাভারে অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সহকর্মীরা ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

কাঠালিয়ায় দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ ০ বার পঠিত
ফাতিমা আক্তার মিম
ঝালকাঠির কাঠালিয়ায় ব্যস্ত সময় পার করছে কাঠালিয়ার মৃৎ শিল্পীরা বাঙ্গালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা। এ উপলক্ষে কাঠালিয়ায় ৫৪ টি মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎ শিল্পীরা। কাশফোটা শরতের শারদীয় দূর্গোৎসবকে পরিপূর্ণ রুপ দিতেই মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্ততি। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রুপ দিতে রাতভর চলছে প্রতিমা তৈরির কাজ। ইতিমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ শেষ। এরপর শুরু হয়েছে  রং  সাজসজ্জার কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্র্মীয় উৎসবকে ঘিরে উপজেলার হিন্দুপাড়া গুলোতের্ আগাম  শারদীয় উৎসবের আমেজ লক্ষনীয়। উচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সকল স্তরের মানুষকে একত্র করে মহা-সম্মিলন হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন পূজা শরৎকালে হয় বলে বলা হয় শারদীয় উৎসব।
আর দূর্গাপূজাকে সামনে রেখে উপজেলার ৬ টি ইউনিয়ন ৫৪ টি মন্ডপের পূজা উদযাপন কমিটি ব্যস্ত সময় পার  করছে। কোন কোন মন্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি সাজসজ্জার প্রস্তুতি ও চলছে। ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়  ধর্মীয় উৎসব শারদীয় দূর্র্গাপূজা শুরু হবে। স্থানীয় কারিগর ছাড়াও বিভিন্ন স্থান থেকে কারিগররা এখানে এসে তৈরি করছে মাটির প্রতিমা। প্রতিটি পূজামন্ডপের জন্য তৈরি করা হচ্ছে দূর্গা, লক্ষ, শরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, হিংষ, মহিষ, পেচাঁ, হাঁস, সর্পসহ প্রায় ১২টি প্রতিমা। হিন্দু সম্প্রদায়ের দূর্র্গতিনাশীনী দূর্গাদেবীকে বরণ করে নিতে মন্ডপে প্রতিমা তৈরির কাজ, সাজসজ্জার কাজ চলছে। ঢাক, ঢোল বাদ্যকাররা বাদ্যযন্ত্র ঠিকঠাক করে নিচ্ছে। পাশাপাশি প্রতিমা শিল্পীরাও মহাব্যস্ত প্রতিমা তৈরিতে। সেই সাথে ব্যস্ত এর কারিগররাও ।
ইতিমধ্যে কোন কোন মন্ডপে মাটির কাজ প্রায় শেষ করে ফেলেছে শিল্পীরা। মূর্তি গড়া শেষে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে প্রতিমা। দেবীকে স্বাগত জানাতে সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায়ের, নারী-পুরুষসহ সব বয়সী মানুষ এসর্ববৃৃহৎ শারদীয় উৎসবকে স্বার্র্থক করতে প্রহর শুনছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্ততি চলছে প্রতিটি পূজা মন্ডপে।  ছবিটি তোলা  শ্রী শ্রী রাধাগবিন্দ কেন্দ্রিয় শেবা শ্রম থেকে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।