মোঃ শফিকুল ইসলাম
মহম্মদপুরের ৩নং দীঘা ইউনিয়ন পরিষদ ২৭ সেপ্টেম্বর সকাল দশ ঘটিকার সময় দীঘা ইউনিয়নের ২০২৫_২০২৬ চক্রের ভিজিডি জুলাই/২০২৫ ও আগষ্ট ২০২৫ মাসের চাউল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং দীঘা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো: রফিক শিকদার, ট্যাগ অফিসার মো: আওয়াল হোসেন, ইউপি সচিব, মোঃ আকতারুজ্জামান ও ইউপি সদস্য মোঃ আলম নবী,মোঃ আনিচ সিকদার,মোঃ ওলিয়ার রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম বাবু, ও ইউনিয়ন পরিষদের মোঃ রবিউল ইসলাম, মোঃ আকবর হোসেন,চৌকিদার, মোঃ নান্নু মিয়া, মোঃ কায়ুম মোল্লা সহ ইউনিয়নের সকল কর্মকর্তা এবং কর্মচারী গন।
প্যানেল চেয়ারম্যান মোঃ রফিক সিকদার বলেন,
আপনারা যারা চাউল পাবেন তারা, ব্যাংক একাউন্ট সঞ্চয় খুলে প্রতি কার্ডের চাউল নিয়ার সময় ২০০ টাকা করে জমা করবেন এতে আপনার ভবিষ্যতে এ সঞ্চার উপকারে আসবে।
তিনি আরো বলেন, আপনারা যারা এই সরকারী ভিজিডি কার্ড পেয়েছেন তারা অবশ্যই পরিষদে এসে স্বাক্ষর করে চাল উত্তোলন করবেন। একজনের চাউল অন্য কাউকে প্রদান করা হবে না।