1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ সাভারে অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সহকর্মীরা ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

রুমায় প্রবারণা উৎসব উপলক্ষে জেলা পরিষদের দুই লক্ষ ৫০হাজার টাকা আর্থিক অনুদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ ০ বার পঠিত

 

রুমা প্রতিনিধি

 

 

বান্দরবানের রুমায় বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা উৎসব উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রুমা উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে বৌদ্ধ বিহার, প্রবারণা উৎসব ও ওয়াগ্যোয়াই পোয়ে উদযাপন পরিষদ এবং ব্যক্তিগত আবেদনকারীদের মাঝে দুই লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ওয়াগ্যোয়াই পোয়ে ও কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায়, সেই উদ্দেশ্যে এ অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির সভাপতি উক্যসিং মাস্টার, লুপ্রু মারমা, বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সহ-সভাপতি চথোয়াইপ্রু মারমা, যুব নেতা থুইনুমং মারমা ও মংক্য মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে রুমা কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি উক্যসিং মাস্টার জানান ওয়াগ্যেয়াই পোয়ে উপলক্ষে চার দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে ঐতিহ্যবাহী রথযাত্রা, ফানুস পোড়ানো, লোকনাট্য পাংখুং এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হবে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজনের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে উৎসব উদযাপন পরিষদ কে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন তার জন্য সম্মানিত সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এবং অনুষ্ঠানটি শুষ্ক ও সুন্দর ও আনন্দঘন ও পরিবেশে উদযাপন করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন উক্যসিং মাস্টার।

উল্লেখ্য যে আগামী ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর চার দিনব্যাপী না না কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের ওয়াগ্যেয়াই পোয়ে বা প্রবারণা উৎসব। ওয়াগ্যেয়াই পোয়েটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের হলেও এই উৎসবটি পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের এক মিলনমেলায় পরিণত হয়- প্রতিবছর।
এবারও তাই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উৎসব উদযাপন কমিটির সংশ্লিস্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।