1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ সাভারে অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সহকর্মীরা ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

কুমিল্লা মেডিকেল কলেজে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৭ ০ বার পঠিত

 

 

মোঃ হানিফ মিয়া

 

 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন নামধারী ড্যাব নেতার ভুয়া ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনকে ঘিরে স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এদিকে সংগঠনের অভিযোগ, এসব নেতা গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভেঙে অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করে বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবসহ বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। আর এর প্রতিবাদে বৃহস্পতিবাদ সকালে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে দাবি করা হয়, ড্যাবের ইমেজ ধ্বংসের চেষ্টা মানে সরাসরি বিএনপির ভাবমূর্তি কলঙ্কিত করা। তাই অভিযুক্ত নেতাদের অবিলম্বে ড্যাব, বিএনপি ও বিএনপি-সমর্থিত সব সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করার আহ্বান জানানো হয়।

এছাড়াও অভিযোগ করা হয়, কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ডা: আরিফ হায়দার বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন ও যৌতুক লোভের সঙ্গে জড়িত। সম্প্রতি ঠিকাদার কর্তৃক প্রকাশিত বিশ লক্ষ টাকার একটি চেকের বিষয়টি সামনে আসার পরও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।

অন্যদিকে, কতিপয় টোকাইকে ব্যবহার করে মেডিকেল কলেজ হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার কৃতী সন্তান ও মেধাবী চিকিৎসক ডা: হাসানকে অসম্মান করার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ডা: আরিফ হায়দার মিথ্যা অভিযোগনামা দাখিল করে ডা: হাসানসহ সম্মানিত চিকিৎসকদের হয়রানি করার চেষ্টা চালাচ্ছেন। তাই এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।