ইঞ্জিনিয়ার বাবুল আক্তার
প্রভাতী আলো ফোটে, কাগজ হাতে ধরা,
দৈনিক সত্য প্রকাশ—সত্যেরই স্বর্ণচরা।
বাতাসে খবরের গন্ধ, ছাপার অক্ষরে আশা,
নতুন দিনের প্রতিচ্ছবি, খুঁজে পাই এ ভাষা।
শিরোনামে জাগে জনতা, কলমে উঠে ব্যথা,
অন্যায়ের বিরুদ্ধে লড়ে, খুঁজে আনে কথা।
প্রতিটি বাক্য সততার দ্যুতি, বিবেকের নিঃশ্বাস,
সত্যকে শিরে তুলে ধরে—দৈনিক সত্য প্রকাশ।
গ্রামের ধুলো, শহরের কোলাহল,
রাজনীতির চালচিত্র, অর্থনীতির জলচল।
সংস্কৃতি, খেলা, বিজ্ঞান, শিক্ষা—সবই পায় ঠাঁই,
পাঠকের মনে আলো জ্বালে, পথ চিনিয়ে যায়।
কেউ বলে কাগজ, কেউ জানে শক্তি,
এ তো সমাজের দর্পণ, প্রতিদিনের যুক্তি।
মিথ্যার জাল ছিন্ন করে, নির্ভীক এক ভাষা,
তাই তো তুমি অনন্য, দৈনিক সত্য প্রকাশ।