মোঃ রমজান আলী হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি
বর্তমান সময়ে শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ও অনলাইন গেমের প্রতি আসক্তি দিন দিন বাড়ছে। এতে তারা ধীরে ধীরে খেলাধুলা, সামাজিক মেলামেশা ও মানসিক বিকাশ থেকে দূরে সরে যাচ্ছে। এই উদ্বেগজনক পরিস্থিতি পরিবর্তনে উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম।
সামাজিক দায়িত্ববোধ থেকে তিনি স্থানীয় বিভিন্ন বিদ্যালয় ও এলাকার শিশুদের মাঝে ফুটবল বিতরণ করেন। তার উদ্দেশ্য — তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখা।
চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শিশুদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের মোবাইলের নেশা থেকে দূরে রেখে মাঠে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।”
ফুটবল হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। খেলাধুলার সরঞ্জাম পেয়ে তারা উৎসাহভরে মাঠে নামার আগ্রহ প্রকাশ করে। অভিভাবকরাও এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের মতে, এমন উদ্যোগ শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, এ ধরনের সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও তিনি চালিয়ে যাবেন। তিনি বলেন, “মোবাইল নয়, মাঠই হোক শিশুদের প্রিয় জায়গা।”
স্থানীয় এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং একটি সুস্থ, সচেতন ও নৈতিকভাবে শক্তিশালী সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে