কুমিল্লা মেঘনা উপজেলা রাধানগর ইউনিয়নের পাড়ারবন ব্রীজ থেকে ৩০০ মিটার দক্ষিনে ৬ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় মেঘনা উপজেলা চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন এর নেতৃত্বে এবং স্পিড বোট দিয়ে অভিযান চালিয়ে মেঘনা কাঠালিয়া নদীতে নৌ পথে চাঁদাবাজী করার সময় তিতাসের সরস্বতী চর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মামুনের চাচাতো ভাই আক্তার হোসেনকে গ্রে’প্তার করেন। নৌপথে চাঁদাবাজি করার সময় নৌকা ও সাথে লোহার র’ড দুটি সহ জ’ব্দ করে।