টঙ্গীবাড়ী প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের দশত্তর-ঝিনাইসার যাতায়াতের প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার (৮অক্টোবর) দুপুরে ঝিনাইসার আল আকসা জামে মসজিদের সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে স্থানীয় প্রায় দুই শতাধিক গ্রামবাসী অংশ নেয়।মানববন্ধন কারীরা জানান, ২০১৪ সালে রাস্তাটি নির্মান করা হয়েছিলো।প্রায় ১১ বছর অতিবাহিত হলেও এখনো রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ।ঝিনাইসার গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় প্রতিদিন এই রাস্তাটি দিয়ে পাঁচগাও স্কুলে যায় শিক্ষার্থীরা।স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন নানাবিধ কাজের জন্য প্রতিদিন এই রাস্তা দিয়ে হাট বাজারে যেতে হয়।
মাটির রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টি আসলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়।যার কারনে এই রাস্তাটি দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে।কাদা রাস্তা হওয়ায় অনেক সময় বাচ্চারা স্কুলেও যেতে চায়না। এই রাস্তাটি অবস্থা এতই নাজুক যে, একজন গর্ভবতী নারী কিংবা জরুরি চিকিৎসা সেবার জন্য একটি এম্বুলেন্স এই রাস্তা দিয়ে আনা যায়না। মানববন্ধনকারী আরো বলেন, রাস্তা খারাপ হওয়ায় এই গ্রামে বিয়ের জন্য কোনো সম্বন্ধও আসেনা। অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান মানববন্ধনকারীরা।
পাঁচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি রাস্তাটির করুন অবস্থা।আমি রাস্তাটির সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবো।