1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ সাভারে অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সহকর্মীরা ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

বেতন না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৮ ০ বার পঠিত
নীলফামারী প্রতিনিধি
বেতন-ভাতার দাবিতে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেতন বিল শীটে লায়ন্স ক্লাবের সভাপতির স্বাক্ষর না করায় এক সপ্তাহ পার হলেও এখনো বেতন পাননি তারা। বারবার অনুরোধ সত্ত্বেও কোনো সাড়া না মেলায় ক্ষোভ প্রকাশ করে তারা রাস্তায় নামেন।
বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হক সড়কে (বিমানবন্দর রোড) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান চৌধুরী মুকুল, সিনিয়র শিক্ষক ফারহানা সুলতানা ও কাজী আসাদুজ্জামান স্বাধীন। বক্তারা অভিযোগ করেন, দুর্নীতি ও অনিয়মের কারণে সম্প্রতি সাবেক সভাপতি শফিয়ার রহমান ও অধ্যক্ষ মশিউর রহমানকে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে অপসারণ করা হয়। এরপর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী সভাপতির দায়িত্ব নেন এবং মজিবর রহমান চৌধুরী মুকুলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেনন পূর্ববর্তী সভাপতি ও অধ্যক্ষের ঘনিষ্ঠ ছিলেন। তাদের অনিয়ম ও দুর্নীতির সুযোগ দিয়েছিলেন তিনি। এখন শিক্ষার্থীদের আন্দোলনের পর তাদের অপসারণ হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে শিক্ষক-কর্মচারীদের ওপর অন্যায় আচরণ করছেন। নিয়ম অনুযায়ী প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে বেতন দেওয়া হলেও, এবার বিল শীটে তার স্বাক্ষর না থাকায় সবাই বেতনহীন অবস্থায় রয়েছেন।
শিক্ষক-কর্মচারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর ২টার মধ্যে ১৪৪ জনের বেতন পরিশোধ না হলে বিকেল ৩টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
এ বিষয়ে জানতে লায়ন্স ক্লাবের সভাপতি জাকির হোসেন মেননের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।