মোঃ রোমান হোসেন
সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের সোলাইমান মার্কেট এলাকায় আজ শুক্রবার (২৯) আগস্ট বিকাল ৪টায় পরিচ্ছন্নতা কর্মী জনকল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ক্রীড়াবিদ মনিবুর রহমান চম্পক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুলতান শেখ ও সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা মোঃ আব্দুর সামাদ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি মোঃ মনিবুর রহমান চম্পক তাঁর বক্তব্যে বলেন,
“আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। আজ সংগঠনের মাধ্যমে একশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। এটি কোনো শেষ নয়, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আমি নির্বাচিত হলে এই ১নং ওয়ার্ডকে পৌরসভার উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সুলতান শেখ বলেন,
“আমরা চাই সাভারকে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে গড়ে তুলতে। এজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। সরকারের কাছেও দাবি জানাই আমাদের কাজে সার্ভিস সহযোগিতা নিশ্চিত করার জন্য। তাহলেই ‘ক্লিন ঢাকা, পরিচ্ছন্ন সাভার’ গড়ে তোলা সম্ভব হবে।”
সহ-প্রতিষ্ঠাতা মোঃ আব্দুর সামাদ তাঁর বক্তব্যে বলেন,
“এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। আজকের এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তারই অংশ। আমরা চাই ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে।”
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের সদস্য বৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।