মোঃ রোমান হোসেন
সাভার উপজেলা শাখায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৩১,সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার(২৬আগস্ট) শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম দিপু ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ নুরুল আল আমিন সম্রাট স্বাক্ষরিত সাভার উপজেলা শাখা ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ইমাম হোসেন বিপ্লব আহবায়ক ও মোঃ কামাল শেখকে সদস্য সচিব করা হয়। এর আগে সাভার উপজেলা পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হইলে ৩ মাসের জন্য নবগঠিত এই কমিটি অনুমোদিত করা হয়েছে।
শহীদ জিয়া স্মৃতি সংসদ সাভার উপজেলা শাখা নবকমিটি কমিটি আহবায়ক মো. ইমাম হোসেন বিপ্লব বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মমুখী রাজনীতিকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে তরুণ প্রজন্মকে পিসংগঠিত করে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।