মোঃ শান্ত খান
“চলো খেলায়, চলো জয়ে — খেলার মাধ্যমে গড়ে উঠুক সুস্থ সমাজ, আলোকিত প্রজন্ম” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ সদরের মধ্যদূর্গাপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো ফাইনাল ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মন্ডলপাড়া ফুটবল ক্লাবের আয়োজনে এবং মন্ডলপাড়া যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত এই খেলায় খেলোয়াড় ও দর্শকদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ ও ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মাসুদ হাসান তুহিন। তিনি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বলেন— “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা। অনুষ্ঠান সভাপতিত্ব করেন মধ্যদূর্গাপুর ঈদগাহ মাঠের সভাপতি আজাদ চৌধুরী।
আয়োজক মন্ডলপাড়া ফুটবল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ সমাজ গড়ে তোলাই তাদের উদ্দেশ্য।