1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি : মির্জা ফখরুল দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল রাজধানীর একটি মসজিদের পাশে ককটেল বিস্ফোরণে আহত ১ গাজীপুরের চান্দনা চৌরাস্তায় “নাম্বার ওয়ান” হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড দুমকি উপজেলায়, প্রজনন মৌসুমেও থামছে না মা ইলিশ শিকার: পায়রা-লোহালিয়ায় নদীতে ‘চোর-পুলিশ’ খেলা শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ধানের পর এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা সম্পন্ন তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ

সাভারে গার্মেন্টস শ্রমিকদের উচ্ছ্বাসে সিক্ত বিএনপি নেতা -খোরশেদ আলম

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৮ ০ বার পঠিত

 

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকার সাভারে পৌর এলাকার উরি ফ্যাশনের শ্রমিকরা তাদের প্রিয় নেতা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় কাউন্সিলর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের বাসভবনে সামনে ফুল দিয়ে তাকে বরণ করার জন্য ভীড় জমিয়েছেন।

আজ মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শ্রমিকদের ঢল শুরু হয়। খোরশেদ আলমের বাড়ির সামনে শত শত শ্রমিক জড়ো হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। খোরশেদ আলম ভাইয়ের জয় হোক” স্লোগানে স্লোগানে মুখরিত হাতে হাতে পোস্টার, ব্যানার, কেউবা মোবাইলে ভিডিও ধারণ করছেন। উচ্ছ্বাসে তারা একে অপরকে ধাক্কা দিয়ে এগিয়ে আসছেন। কেউ কেউ তালি বাজাচ্ছেন, কেউবা হাত উঁচু করে অভিবাদন জানাচ্ছেন।
শ্রমিকরা জানান, সমস্যা সমাধানে তার উদ্যোগ ও উপস্থিতি তাদের আস্থা ও ভালোবাসার মূল কারণ।

একজন শ্রমিক বলেন আমাদের সংকটময় মুহূর্তে আমাদের পাশে থাকার জন্য আমাদের সকল ন্যায্য দাবি তার জন্য আদায় হয়েছে আমরা তাই তাকে ফুল দিয়ে বরণ করার জন্য আমরা আজ অফিস ছুটির পরে সকল শ্রমিকরা তার বাসার সামনে এসেছি তিনি আমাদের কাছে শুধু নেতা নয়, পরিবারের একজন সদস্যের মতো।”
অন্য একজন শ্রমিক যোগ করেন, “খোরশেদ আলম আমাদের কথা মন দিয়ে শোনেন, সাহায্য করেন, এবং সংকটময় সময়ে পাশে দাঁড়ান। সেই কারণে আমরা তার প্রতি এই উচ্ছ্বাস দেখাচ্ছি।

এ সময় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের মধ্যে দারুণ প্রভাব ফেলেছে। শ্রমিকদের উচ্ছ্বাসের মধ্যেই খোরশেদ আলম বাসার বারান্দায় উঠে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

 

এবং নিচে নেমে এসে তাদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, আপনারা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীরে এই বৃষ্টিতে ভিজে এসে আমার বাড়ির সামনে এসে শত শত শ্রমিক ভাই বোনেরা জড়ো হয়ে এই উচ্ছ্বাস প্রকাশ সত্যিই আমি কৃতজ্ঞ “মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। শ্রমিকরা আমার শক্তি ও অনুপ্রেরণা। আমি সবসময়ই আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের অধিকার রক্ষার সংগ্রামে আমৃত্যু কাজ করে যেতে চাই।

 

 

উল্লেখ্য গত রবিবার উরি ফ্যাশন গার্মেন্টস মালিক পক্ষের সাথে শ্রমিকদের দীর্ঘদিন ধরে চলে আসা অসন্তোষ বেতন বোনাস নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরে মালিকপক্ষের অনুরোধে মোঃ খোরশেদ আলম উরি ফ্যাশনে আসেন, এবং তার মধ্যস্থতা শ্রমিকদের অধিকার রক্ষার ভূমিকায় শ্রমিকরা তার কথায় পূর্ণ আস্থা প্রকাশ করেন।
তিনি মালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার মাধ্যমে উভয় পক্ষকে এক টেবিলে বসিয়ে শ্রমআইন অনুযায়ী শ্রমিকদের অধিকার রক্ষা নিশ্চিত করেন।

বিএনপির এক নেতা নাম না বলা শর্তে বলেন খোরশেদ আলমের জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসা তার দীর্ঘ রাজনৈতিক কার্যক্রম, মানবিক দৃষ্টিভঙ্গি ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের ফল। শ্রমিকদের এ উচ্ছ্বাস প্রমাণ করে, সাভারের রাজনীতিতে তিনি এখনও সমানভাবে গ্রহণযোগ্য ও প্রভাবশালী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।