1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিতাসের দাসকান্দিতে ইব্রাহিমকে মারধর করার অভিযোগ সাভারে অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সহকর্মীরা ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫  উপলক্ষ্যে  যশোর জেলা পুলিশ সুপার  সম্মেলন কক্ষে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

উৎপল ঘোষ,
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ ০ বার পঠিত
উৎপল ঘোষ
সকাল সাড়ে এগারোটায়  পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু জাতীয় মহাজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, বৈষম্য বিরোধী সনাতন সমাজ  জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে জনাব রওনক জাহান, পুলিশ সুপার, যশোর মহোদয়ের সভাপতিত্বে  প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসব-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সকল নেতৃবৃন্দের মূল্যবান মতামত প্রকাশের জন্য মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়।
এসময় পুলিশ সুপার মহোদয় পূজা উদযাপন বিষয়ে জেলা, উপজেলা এবং পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট থেকে শারদীয় দুর্গা পূজার পূর্বপ্রস্তুতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে সকলের মতামত শোনেন।
পরবর্তীতে অত্র অনুষ্ঠানের সভাপতি ও জেলার  পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন যশোর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য সময়ের থেকে স্বাভাবিক আছে এবং জেলা পুলিশের সকল কার্যক্রম চালু হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রাক পূজা নিরাপত্তা ব্যবস্থা, পূজা কালীন নিরাপত্তা ব্যবস্থা এবং  পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা এই তিনটি পর্যায়ে নিরাপত্তা বলয় করা হয়েছে।দর্শনার্থীরা যেন স্বাভাবিকভাবে পূজা মন্ডপে  যেতে পারে সেই কারণে যানজট নিরসনের ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্ডপে শতভাগ সিসি টিভি স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহ্বান করেন।
পুলিশ সুপার মহোদয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উৎসব পালন করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান।
তিনি আরো বলেন আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ধরণের বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করার অপচেষ্টা করলে তাকে কঠোর হস্তে যশোর জেলা পুলিশ প্রতিহত করবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে অপরাধীকে অপরাধী হিসাবেই বিবেচনা করা হবে সে কোন ধর্ম বা বর্ণের সেটা বিবেচ্য না।
পরিশেষে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর ।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব আবুল বাশার্ ,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর, ডিআইও-১, ওসি ডিবি, টিআই-১,পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।