1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :

মাদকবিরোধী কঠোর অভিযানে গেন্ডারিয়া থানা

প্রিয়া চৌধুরী, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ ০ বার পঠিত

‎প্রিয়া চৌধুরী

 

‎ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় গেন্ডারিয়া থানা। প্রতিনিয়ত এ থানা এলাকায় অলিতে গলিতে ওপেন হাউসে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা চালাতো মাদক কারবারিরা। গত কয়েকদিন আগে গেন্ডারিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে জয়েন্ট করেন গোলাম মর্তুজা।

‎শনিবার বিকেলে কঠোর অভিযান পরিচালনা করেন গেন্ডারিয়া থানার পুলিশ সদস্যরা। সেখানে দেখা যায় গেন্ডারিয়া থানা এলাকার রেললাইন থেকে নিয়ে প্রতিটা অলিতে-গলিতে এই অভিযান পরিচালনা করেন । এ সময় অভিযান পরিচালনা করে মোট সাতজন আসামি গ্রেফতার করতে সক্ষম হন গেন্ডারিয়া থানা পুলিশ সদস্যরা এবং আসামিদের কাছ থেকে কিছু মাদকদ্রব্যের সরঞ্জাম এবং মাদক উদ্ধার করা হয়।
‎ গ্রেপ্তারকৃত আসামিদের ছবি নিতে চাইলে সাংবাদিকদের ছবি তুলতে দেয়া হয়নি ।

‎তবে গ্রেফতারের বিষয়ে গেন্ডারিয়া থানার সেকেন্ড অফিসার মোঃ শিহাবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আসামিদের চেহারার ছবি নেয়া যাবে না এবং আসামিদের নাম ঠিকানার কথা জিজ্ঞাসা করলেও তিনি এড়িয়ে যান এবং বলেন তাদের (আসামি) ডাইরি হয়ে গেলে আমরা আপনাদের জানাবো কিন্তু পরবর্তীতে আসামিদের ব্যাপারে কোন প্রকারের তথ্য দেননি সাংবাদিকদের।

‎এই অভিযানে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ, তদন্ত অফিসার, অপারেশন অফিসার সহ গেন্ডারিয়া থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যরা ছিলেন এবং সাথে রাজারবাগ থেকে আগত বেশ কিছু সংখ্যক পুলিশ অফিসারও এই অভিযান পরিচালনা করেন।

 

‎এ সময় গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন গেন্ডারিয়া থানা এলাকায় কোনো প্রকারের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ঠাই হবে না এবং যেকোনো ধরনের অপরাধ দমনে আমরা সব সময় সজাগ আছি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।