রতন কুমার ঘোষ
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার হিসনা ও জিকে ক্যানেলে অভিযান চালিয়ে ৪ টি অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করে পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টা সময়
উপজেলার সন্নিকটে হিসনা ও জিকে ক্যানেল নদীতে অভিযান চালিয়ে ৪ টি অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল জব্দ করে ভেড়ামারা উপজেলা চত্বরে নিয়ে এসে এইসব অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম উপজেলা, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন।