মো:হানিফ মিয়া
ভোগান্তি যেন বেড়েই চলছে এলাকাবাসীর চলাচল নিয়ে,নির্দিষ্ট সময়ে ব্রীজ নির্মাণের কাজ শেষ না হওয়াতে। ব্রীজ নির্মাণের নির্ধারিত সময় পেরিয়ে ভোগান্তির দিন গুনতে হচ্ছে কুমিল্লা জেলা তিতাস উপজেলা জিয়ারকান্দি ইউনিয়ন দড়িকান্দি গ্রামের হাজারো সাধারণ জনগণ ও স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের।
২৪ সেপ্টেম্বর বুধবার সকালে দড়িকান্দি ব্রীজের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে দড়িকান্দি-মজিদপুর ইউনিয়ন অফিস সংযোগ শাহপুর সড়কে দড়িকান্দির জনগণ মানবন্ধন করেন।
এলাকাবাসী বলেন এই ব্রীজটি নির্মাণে ৩ বছর অতিবাহিত হয়েছে,ব্রীজের কাজ সমাপ্তি না করেই ফেলে রেখে চলে যায়।
নির্দিষ্ট সময়ে ব্রীজের কাজ সম্পন্ন না করায় প্রতিদিন ঝুকিপূর্ণ ভাবে কাঠের সেতু দিয়ে পারাপার হচ্ছে এই এলাকার জনসাধারণ।
সেতুর কাজ থমকে, দুর্ভোগে সাধারণ মানুষ ৫০মিটার ব্রীজের নির্মাণ কাজ শেষ না হওয়াতে দুর্ভোগে পড়েছে এলাকার লোকজন।আগের ঠিকাদার কে বাদ দিয়ে নতুন ঠিকাদারের কাছে ব্রীজের কাজ হস্তান্তর করা হলেও কবে নাগাদ কাজ শুরু করবে তা নিয়ে এলাকাবাসীর দুশ্চিন্তা রয়েই গেল।
আমরা এলাকারবাসীর একটাই দাবি আজ আমরা মানববন্ধন করছি দড়িকান্দি ব্রীজের কাজ দ্রত সম্পন্ন করে এলাকাবাসীর ভোগান্তি দূর করতে হবে। এখানেই মানববন্ধন শেষ নয় আমরা ডিসি মহোদয়ের নিকট যাবো।
ডিসি মহোদয়ের নিকট আবেদন জানাচ্ছি এই ব্রীজের কাজ দ্রুত সমাধান করে দিলে এলাকার ভোগান্তি থেকে রেহাই পাবে।