1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত বোয়ালমারীর ময়না ইউনিয়নের মধুরবাজারে বিএনপির গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নির্বাচনী ইশতেহার-২০২৫ এ সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নে চাহিদা নিরুপন শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ ০ বার পঠিত
মুজাহিদুল ইসলাম
নির্বাচনী ইশতেহার বিষয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয়দের চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের চালতেতলা মিশন হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় নির্বাচনী ইশতেহার-২০২৫ এ সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নে চাহিদা নিরুপন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস।
কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য বর্ননা করের প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৫ এ সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নে চাহিদা নিরুপন প্রতিবেদন উপস্থাপন করেন ইন্সপেরিটর একশনএইড সুইট খান। সাতক্ষীরার প্রেক্ষাপটে স্থানীয়দের চাহিদার উপর বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা ইয়ূথ সভাপতি  সাকিব হাসান।
নির্বাচনী ইশতেহারের উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে এফজিডি ও কেআই আই মাধ্যমে দাবিগুলো চিহ্নিত করে ইউনিয়ন ও উপজেলা কনসালটেশন মিটিংয়ে উপস্থাপন করা। এছাড়াও স্থানীয় পর্যায়ের চাহিদাগুলোর সাথে উপস্থিতিদের চাহিদা একত্রিত করে একটা শক্তিশালী চাহিদা সনদ তৈরী করা।
সাতক্ষীরার যুব সমাজের জন্য দাবী  আমাদের জেলা উপকুলবেষ্টিত, দূর্যোগ কবলিত। জলবায়ূ পরিবর্তনের অন্যতম অভিঘাতের শিকার। উপকুলীয় এলাকাকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা, জলবায়ূ নায্যতা ও ক্ষতি পুরন (লবণাক্ততা, সুপেয় পানি, অপরিকল্পিত বেঁড়িবাধ) জলবদ্ধতা নিরসনে কার্যকরি পদক্ষেপ গ্রহন ও ড্রেনেজ ব্যবস্থা। পরিবেশ দূষন রোধ করা। এই এলাকার যুবদের জন্য জাতীয় বাজেটে যাতে আলাদা বরাদ্দের বিষয়ে জনপ্রতিনিধিদের বিশেষ উদ্যোগী হতে হবে।  উপজেলায় উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি-বেসরকারি উদ্যোগে কল-কারখানা স্থাপন করে যুবদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এছাড়া জেলা ও উপজেলা পরিষদের বরাদ্দে ও যুবকদের কর্মস্থানের জন্য আলাদা বরাদ্দের বিষয়টি নিশ্চিত করাও জরুরী।
আমাদের সাতক্ষীরার তরুণ প্রজম্মের অহংকার সৌম্য, মোস্তাফিজ, শিরিনা, সাবিনা, প্রান্তিরা স্বমহিমায় দেশকে আলোকিত করছেন।  এজন্য উপজেলা ভিত্তিক স্টেডিয়াম, জিমনেশিয়াম স্থাপন ও অন্তত: ক্রীড়া ক্ষেত্রে আরও বেশী বেশী যুবদের অন্তর্ভুক্ত করা। জাতীয় যুবনীতি-২০১৭ এর আলোকে যুবদের উন্নয়নে সাতক্ষীরার ৭৮ টি ইউনিয়ন পরিষদের নিজস্ব বাজেটে বিশেষ বরাদ্দ রাখা ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধিদের কার্যকরি উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়া কৃষিখাতে যেসব যুবকরা আগ্রহী তাদের সহজ শর্তে ঋণ প্রদান ও  কৃষি বিষয়ক বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান, যুব ও যুব নারীদের জন্য দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষনের ব্যবস্থা করা, তথ্যপ্রযুক্তি খাতের প্রশিক্ষনের ব্যবস্থা করার মত আরও কার্যকরি উদ্যোগ গ্রহণ ।
যুবদের মুক্ত চিন্তা, উন্নয়ন ভাবনা ও নিজস্ব সাংস্কৃতিক চর্চার জন্য শিক্ষালয় কেন্দ্রিক যুব বান্ধব স্পেস তৈরী ও কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহন।  এজন্য আমাদের সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ জন প্রতিনিধিদেরকে এক টেবিলে বসে সাতক্ষীরার যুবকদের জন্য কার্যকরী উদোগ গ্রহন করা সময়ের দাবী।  প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ সঞ্চালনায় এসময় আরো  উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।