1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত বোয়ালমারীর ময়না ইউনিয়নের মধুরবাজারে বিএনপির গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউপি চেয়ারম্যান মিন্টু নিহত

মেহেদী হাসান অন্তর, নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৪ ০ বার পঠিত
মেহেদী হাসান অন্তর
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান মিন্টু (মিন্টু চেয়ারম্যান) মারা গেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খড়িবাহী একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু চেয়ারম্যান বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হয়েছিলেন। পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ছুটে আসছে প্রিয় নেতা মিন্টুকে শেষবারের মতো দেখার জন্য।
এদিকে, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ হাসান তুহিন এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “হাবিবুর রহমান ছিলেন আমার বন্ধু, রাজনৈতিক সহকর্মী এবং দলের একজন নিবেদিত প্রাণ। তার মতো মানুষের অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দল ও সমাজের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন হাবিবুর রহমান মিন্টুর রুহের মাগফেরাত দান করেন।”
পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।