মো:হানিফ মিয়া
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালা দাউদকান্দিতে অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় দাউদকান্দির গৌরীপুরের বন্ধন কমিউনিটি সেন্টারে এ কর্মশালা আয়োজন করা হয়। দাউদকান্দি পৌর বিএনপি ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
এসময় অডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার,
উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব মো. কাউছার আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার কামাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রোমান খন্দকার, খন্দকার বিল্লাল হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মো. সেলিম হাজারী, কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কামাল পারভেজ ডালিম ও সদস্য সচিব মিজানুর রহমান পাপ্পু,
দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গৌরীপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাছুম আলম সরকার, দাউদকান্দি পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল প্রমুখ।কর্মশালায় দাউদকান্দি উপজেলা বিএনপির অধীনস্থ ১৫টি ইউনিয়ন ও দাউদকান্দি পৌর বিএনপির ৯টি ওয়ার্ডসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।