1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সহকর্মীরা ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত বোয়ালমারীর ময়না ইউনিয়নের মধুরবাজারে বিএনপির গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অন্যতম গণমানুষের নেতা ছিলেন  সেলিম রেজা

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১২৯ ০ বার পঠিত
ফাতিমা আক্তার মিম
দেশ গঠনে অংশ নিন, ধানের শীষে ভোট দিন। এই স্লোগানকে সামনে রেখে।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন রাজাপুর কাঠালিয়া উপজেলার গনমানুষের নেতা সেলিম রেজা।
বাংলাদেশের মানুষ যখন কথা বলতে পরে নাই তখন আমরা কথা বলেছি  ফ্যাসিস্ট বিরোধী গণআন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এক সাহসী হিসেবে  বলিষ্ঠ ভূমিকা পালন করেন। ১/১১  আন্দোলনে দেশে ও দেশে প্রবাসে অন্যতম সাহসী ভুমিকা পালন করেছে, মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে বেঁচে গিয়ে গণমানুষের অধিকার আদায়ে নিরলস কাজ করে গেছেন। ৯০এর স্বেরাশাসক এরশাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক ছিলেন, হামলা,
মামলার স্বীকার হয়ে অনেক বার কারাগারে ছিলেন এছাড়াও ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যেয়েও অনেক নির্যাতিত হয়েছিলেন। সেলিম রেজা বলেন আওয়ামী দুঃশাসনের   বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। সেলিম রেজা,প্রবাসে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখায় ১২ বছর দেশে নিজ বাড়িতে আসতে পারেননি নিউইয়র্ক মহানগর  দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি বলেন , ২০২৩ সালের ১ মে ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের সামনে শেখ হাসিনার আগমনের প্রতিবাদে সেইদিন হাসিনার সামনে বিশাল বিক্ষোভ মিছিলে আমি নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার রোষানলে পড়ি।
এ কারণে ২০২৩ সালের মে মাসে ঢাকায় ও গ্রামের বাড়িতে আমার স্বজনদের ডিবি পুলিশ পাঠিয়ে হুমকি-ধামকি দেওয়া হয়। গুম হয়ে যাওয়ার ভয়ে আমি ১২ বছর দেশে আসতে পারিনি। এমনকি মায়ের মৃত্যুর পর দেশে গিয়ে জানাজায়ও অংশ নিতে পারিনি। ৫ই জুলাই ছাত্র জনতার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেলিম রেজা  ।
রাজনৈতিক অঙ্গনে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সেলিম রেজা । এসময় তিনি বলেন, তারেক রহমানের হাতে শক্তিশালী করতে হবে। আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ ভাবে দলের জন্য কাজ করতে হবে। জনগনের পাশে সকল সময় থাকতে হবে। তারেক রহমানের নির্দেশ জনগনের মন জয় করতে হবে। জনগন সকল ক্ষমতা উৎস। জোড় করে কেউই ক্ষমতায় ঠিকে থাকতে পারেনা, তার প্রমান ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ও তাদের নেতা কর্মীরা।
তারা জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে বিএনপিসহ দেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা করেছে। অবশেষে দেশ ছেড়ে পালিয়ে রক্ষা পাবেনা আওয়ামীলীগের স্বৈরাচার শেখ হাসিনা ও দলের নেতারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।