মোঃ রোমান হোসেন
ঢাকা জেলার সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় (২৭) ও তার দুই সহযোগীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টায় সাভার উপজেলার ভবানীপুর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় সাভার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ও সাভার উপজেলার সাধাপুর পুরানবাড়ি এলাকার সিদ্দিক মোল্লার ছেলে।
ছাত্রলীগ নেতার সহযোগীরা হলেন, সাভার উপজেলার চরকলিকাপুর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ আমিনুল(৩২) ও সাধাপুর পুরানবাড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে নিজাম উদ্দিন (৩০)
জানতে চাইলে সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই কাদের শেখ জানান, মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় তার দুই সহযোগীসহ ইয়াবা বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহীদুজ্জামানের নেতৃত্বে একটি বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় ও তার সহযোগী আমিনুল ও নিজাম উদ্দিনকে ২২ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তাদের সাভার মডেল থানায় আনা হয়েছে, তাদের ব্যাপারে আরো বিস্তারিত যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাজেদুল ইসলাম ওরফে মোল্লা হৃদয় স্বৈরাচার শেখ হাসিনার বিশ্বস্ত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন চৌধুরী মাসুদ ওরফে মাসুদ চৌধুরীর অনুসারী। তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।