1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে অসুস্থ সাংবাদিককে দেখতে হাসপাতালে সহকর্মীরা ধান লাগাই দেমু :হাসনাত আব্দুল্লাহ ঘুসিতে বিমানের মনিটর চুরমার, যে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ ভেড়ামারায চাঁদাবাজি বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে স্বামী-স্ত্রী সহ আটক ৫ জন কাউনিয়ার মীরবাগে অ্যানথ্রাক্স প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত বহুমুখী পরিবহণ পরিকল্পনা গ্রহণ করছে সরকার টাইফয়েডের টিকা নিয়ে ভয়ের কিছু নেই: সায়েদুর রহমান ঈশ্বরগঞ্জের ওসি ওবায়দুর রহমানের অপসারণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত বোয়ালমারীর ময়না ইউনিয়নের মধুরবাজারে বিএনপির গণসংযোগ ও ৩১ দফা লিফলেট বিতরণ

রুমায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুরু হয়েছে ওয়াগ্যেয়াই পোয়ে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৭ ০ বার পঠিত

 

রুমা প্রতিনিধি

 

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা শুরু হয়েছে।

এই উৎসবকে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা ভাষায় বলে- “ওয়াগ্যেয়াই পোয়ে”। ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী চলবে – এই ওয়াগ্যেয়াই পোয়ে উৎসবটি। বৌদ্ধ ভিক্ষদের ভাষ্যমতে, গৌতম বুদ্ধের প্রবর্তিত আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুকরা বিশেষ কারণ ছাড়া নিজ নিজ বিহারে বাইরে কোথাও গিয়ে রাত্রি যাপন করেন না। আশ্বিন মাসে প্রবারণা পর থেকে বর্ষাবাসের সমাপ্তি ঘটে। তারপর শুরু হবে- বৌদ্ধ ধর্মের নিয়ম অনুযায়ী বিভিন্ন প্রকার দানের মধ্যে সবচেয়ে প্রধান কঠিন চীবর দানোৎসব আয়োজিত হবে- বিভিন্ন বৌদ্ধ বিহারে। তিন মাস ব্যাপী নিজ নিজ বৌদ্ধ বিহারে বর্ষাব্রত সেইসব ভিক্ষুগণ কঠিন চীবর দানোৎসবে চীবর ( চীবর অর্থ- ভিক্ষুগণের পরিধান যোগ্য রং কাপড়) গ্রহণ করতে পারবেন।

বান্দরবানের রুমায় আজ রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে ৫৮টি পাড়ার বৌদ্ধ বিহারে উঠেছে-অষ্টশীল গ্রহনের জন্য দায়ক দায়িকারা।
বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা’রা এই উৎসবটিকে ঘিরে রুমা উপজেলায় কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদ কর্তৃক গ্রহণ করা হয়েছে- চার দিনের কর্মসূচি। তার মধ্যে রয়েছে- পিঠা উৎসব, বিহারে বিহারে কল্পতরু দান, ফানুস উড়ানো , হাজার প্রদীপ প্রজ্জলন ও ৮ অক্টোবর সমাপনির দিন সন্ধ্যায় ঐতিহ্যবাহী রথযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পাংখুং নৃত্য।

কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি উক্যসিং মাস্টার বলেছেন, ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে মারমারা কেন্দ্রীয়ভাবে বিভিন্ন আয়োজন করে থাকে। তবে এই উৎসবটি আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে সকল সম্প্রদায়ের মধ্যে। তাই মাহা ওয়াগ্যেয়াই পোয়ে বিশেষ করে ঐতিহ্যবাহী রথযাত্রার সময় পাহাড়ি-বাঙালি বিভিন্ন সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশ নেয়ায় এক মিলনমেলায় পরিণত হয়ে থাকে,

 

এবারও তা ব্যতিক্রম হবে না বলে আশাবাদ বিরক্ত করেন তিনি। তিনি জানান,গৃহিত কর্মসূচি অংশ হিসেবে ৮ অক্টোবর সমাপনী দিন নানা কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই ওয়াগ্যেয়াই পোয়ে উৎসবটি আনন্দঘন পরিবেশে রথযাত্রা করতে পারে, তার জন্য পুলিশ,

 

বিজিবি ও নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ কাওসার আলী জানান বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৫৮টি বৌদ্ধ বিহারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রতিটি বিহারের বিপরীতে ৫০০ কেজি করে খাদ্যশস্য (চাল) এর মধ্যে স্ব-স্ব বিহারে সংশ্লিষ্টদের হাতে ডেলিভারি অর্ডার (ডিও) ছাড় দেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© ২০২৫ দৈনিক সত্য প্রকাশ সর্বস্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।