মোঃ বাবুল আক্তার
কলম হাতে শপথ করে, ভোরের সাথে জাগে,
“সত্য প্রকাশ” নামটি বুকে, নিঃশব্দে তারা লাগে।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, সংবাদ আনে ঘরে,
মানুষ জানে, জাতি বোঝে, কী ঘটছে চতুর্দিকে।
সম্পাদক বসে একাকী, চিন্তার এক রাজা,
হেডলাইন বেছে, শব্দ গড়ে—ন্যায় যেখানে সাযা।
গণতন্ত্রের প্রহরী তারা, সত্য যার অস্ত্র,
ভয়কে তুচ্ছ করে চলে, গড়ছে দিনের গল্প।
কে কোথায় ভুল করলো, কে রাখে মুখোশ পরে,
তাদের চোখে ধরা পড়ে, সব থাকে তাদের ঘরে।
বিপদে পড়ে, তবুও তারা সত্যকে দেয় ছাপা,
“সত্য প্রকাশ” নামটি যেন সাহসের এক মাপকাঠা।
প্রশ্ন করে, খোঁজ রাখে, কাকে ভোটে চায় জনতা,
সাধারণের ভাষা নিয়ে করে বড় কথা বলা।
যে অন্যায় দেখে, চুপ থাকে না, সেই তো সাংবাদিক,
কলম যার তরবারি, অন্যায়ের এক ভয়ানক শত্রু।
সালাম তাদের, যাদের ঘামে চলে সংবাদপত্র,
রাত্রি জেগে, পাতা সাজায়, ইতিহাসের যত চিত্র।
“সত্য প্রকাশ” শুধু কাগজ নয়, এক বিবেকের আলো,
সেই আলোর পথ ধরে জাতি হাঁটে—অন্ধকারে ভালো।