রতন কুমার ঘোষ
কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুরপুরে ব্যবসায়ীর কাছে চাঁদার দাবি ও হত্যার হুমকি দিয়ার প্রতিবাদে মহিলা শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ব্যবসায়ী আলমগীর হোসেন এর কাছে একই এলাকার সমলেপুর গ্রামের ফেরদৌস এর ছেলে নাহিদ (৫০) নামের এক যুবক মোটা অংকের টাকার চাঁদার দাবি করে। ব্যবসায়ী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ৬ তারিখে রাত দশটার সময় বাহাদুরপুর বাজার সংলগ্ন সুন্দর আগামীকাল ক্লাবের সামনে ৪/৫ জন অজ্ঞাতামা লোকজন ব্যবসায়ী আলমগীরকে হত্যার উদ্দেশ্যে লোহার পাইপ দিয়ে আঘাত করলে ব্যবসায়ী গুরুতর আহত হয়।আহত ব্যবসায়ী আলমগীরের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নেওয়া হয়।
পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে। এ ব্যাপারে ব্যবসায়ী আলমগীর হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি অভিযোগ দায়ের করেছে । এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বাহাদুরপুর ইউনিয়নের কিছু মহিলা শ্রমিক চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের বিচারের দাবিতে ভেড়ামারা থানার সামনে দৌলতপুর মহাসড়কের পাশে মানববন্ধন করে। এ ব্যাপারে বিবাদী নাহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি আলমগীরের কাছে কোন চাঁদা দাবি করে টাকা চাইনি।উল্টো আমাকেই বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।